আজ তারেক রহমানের বাসায় যাবেন খালেদা জিয়া

আপলোড সময় : ২৪-০১-২০২৫ ০৫:৪১:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০১-২০২৫ ০৫:৪১:৩২ অপরাহ্ন
লন্ডন ক্লিনিক থেকে ১৭ দিন চিকিৎসা নিয়ে ছেলে তারেক রহমানের বাসায় যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।স্থানীয় সময় শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ৯টায় তার ছেলের বাসায় নেয়া হবে। বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক মোহাম্মদ আল মামুন গণমাধ্যমাকে এ কথা জানিয়েছেন।তিনি জানান, খালেদা জিয়াকে হাসপাতাল কর্তৃপক্ষ ছুটি দিয়েছে। দ্য লন্ডন ক্লিনিক থেকে রাতে তারেক রহমানের বাসায় যাবেন বিএনপি চেয়ারপারসন।গত ৮ জানুয়ারি থেকে যুক্তরাজ্যের দ্য লন্ডন ক্লিনিক হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া। তিনি লিভার, আর্থ্রাইটিস, কিডনি, ডায়াবেটিসহ নানা রোগে ভুগছেন।
 
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট সংক্রান্ত দুদকের মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে যান বিএনপি চেয়ারপারসন। পরে ২০২০ সালের মার্চে তৎকালীন আওয়ামী সরকার নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে বেগম জিয়াকে সাময়িক মুক্তি দেয়। প্রতি ছয় মাস পরপর তার সাময়িক মুক্তির মেয়াদ বাড়ানো হয়।চলতি বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন (৬ আগস্ট) বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকা খালেদা জিয়ার স্থায়ী মুক্তির আদেশ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv