আসামি ছিনিয়ে নিতে নিউমার্কেট থানায় হামলা, আহত ৫

আপলোড সময় : ২৪-০১-২০২৫ ০৫:৪৬:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০১-২০২৫ ০৫:৪৬:২৪ অপরাহ্ন
রাজধানীর এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কোপানোর ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার মোহাম্মদ হোসাইন ওরফে মিথুনকে (৩৫) ছিনিয়ে নিতে নিউমার্কেট থানায় হামলার ঘটনা ঘটেছে। এতে নিউমার্কেট জোনের সহকারী কমিশনার (এসি) তারিক লতিফসহ ৫ জন আহত হয়েছেন। শুক্রবার (২৪ জানুয়ারি) ভোরে ছাত্রদল-যুবদলের অর্ধশতাধিক নেতাকর্মী এ হামলা চালায় বলে জানা গেছে। পরে হামলায় জড়িত ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক বাদী হয়ে একটি মামলা করেছেন।

পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার ব্যক্তিরা হলেন: বশির ইসলাম (২৮), মোহাম্মদ হাসান (২১), মোহাম্মদ ইমন (২৫), মাসুম মাহমুদ (৩২), মোহাম্মদ আলামিন (৩০) ও আকবর আলী।নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিন উদ্দিন আতিক গণমাধ্যমকে জানিয়েছেন, মিথুনকে পুলিশের গাড়ি থেকে ছাড়িয়ে নিতে তার সমর্থকরা চেষ্টা করেছিলেন। তবে পারেননি। এ ঘটনায় আলাদা একটি মামলা হয়েছে এবং গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।
 জানা যায়, রাজধানীর এলিফ্যান্ট রোডে মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে গত ১০ জানুয়ারি মাল্টিপ্ল্যান দোকান মালিক সমিতির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক এহতেশামুল হককে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। এ ঘটনায় সন্ত্রাসী গোষ্ঠী ইমন গ্রুপের বিরুদ্ধে অভিযোগ এনে নিউমার্কেট থানায় মামলা করেন সমিতির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুল হাসান।এ ঘটনায় রিমান্ডে নেয়া এক আসামি জানান তাকে ঘটনাস্থলে যেতে নির্দেশ দিয়েছিলেন ছাত্রদল নেতা মিথুন। ইমন গ্রুপের মূলহোতা সানজিদুল হাসান ইমনের হয়ে ধানমন্ডি এলাকার চাঁদা তোলার কাজ করেন মিথুন। সেই মিথুনকে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাতে পূর্বাচল ৩০০ ফিট এলাকা থেকে গ্রেফতার করে নিউমার্কেট থানায় আনা হয়।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv