মা ও ছোট ভাইয়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান

আপলোড সময় : ২৫-০১-২০২৫ ১২:০৬:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০১-২০২৫ ১২:০৬:৫১ অপরাহ্ন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে এসেছেন। আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। সেই সঙ্গে আমার প্রয়াত ছোট ভাই কোকোর জন্যও প্রাণখুলে দোয়া করবেন।
শুক্রবার (২৪ জানুয়ারি) পূর্ব লন্ডনের ব্রিকলেন মসজিদে প্রয়াত আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।তারেক রহমান বলেন, গত ৫ আগস্টের পর বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, পর্যায়ক্রমে হয়তো আরও অনেক পরিবর্তন হবে। একইসঙ্গে বাড়বে সাধারণ মানুষের প্রত্যাশাও। আমরা যেন সেই প্রত্যাশা পূরণে কাজ করি।তিনি বলেন, আমাদের দেশ ১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে স্বাধীন করেছেন। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আসুন যে বাংলাদেশ স্বাধীন করার জন্য মানুষ জান কোরবান দিয়েছেন তাদেরকেও আমাদের দোয়ায় স্মরণ করি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশ স্বাধীনের পর থেকে বিশেষ করে ১৯৯০ এবং পরবর্তীতে যে স্বৈরাচার পালিয়ে গেছে, সেই স্বৈরাচারের দ্বারা গত ১৫ বছরে বিএনপিসহ অন্যান্য বিরোধীদলের যেসব নেতাকর্মী শহীদ হয়েছেন, গুম হয়েছেন তাদের জন্য দোয়া করবেন।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv