চট্টগ্রামে গোয়েন্দা পরিচয়ে ডাকাতি, আটক ১১

আপলোড সময় : ২৫-০১-২০২৫ ০১:৩৫:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০১-২০২৫ ০১:৩৫:১৭ অপরাহ্ন
চট্টগ্রাম নগরের দক্ষিণ খুলশীতে গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয়ে একটি ভবনে ঢুকে ডাকাতির চেষ্টার সময় ১১ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ১০টার দিকে সানমার রয়েল রিচ ভবনের ৮ম ও ১১ তলায় এই ঘটনা ঘটে। তবে ডাকাত দলের আরও দুই সদস্য পালিয়ে গেছে।

আটককৃতরা হলেন ওয়াজেদ (৩৬), মো. হোসাইন (৪২), মো. রুবেল হোসেন (২৫), মহি উদ্দিন (৪৫), আব্দুস সবুর (৩৭), ইয়াকুব (৩৫), মোজাহের আলম (৫৫), মো. রোমেল (৪১), ওসমান (২৪), আব্দুল মান্নান (৩৫), এবং শওকত আকবর ইমন (২৮)।

পুলিশ জানিয়েছে, সানমার রয়েল রিচ ভবনের ৮ম তলায় যমুনা অয়েলের এমডির ফ্ল্যাট এবং ১১ তলায় নোয়াখালীর সাবেক সংসদ সদস্য একরামুল করিমের ফ্ল্যাটে ডাকাত দলটি হামলা চালায়। তারা গোয়েন্দা সংস্থার পরিচয় দিয়ে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট চালায় এবং আসবাবপত্র তছনছ করে।

তবে ফ্ল্যাটের অন্য বাসিন্দারা বিষয়টি টের পেয়ে দ্রুত জড়ো হয়ে ডাকাতদের ঘেরাও করেন। এতে দুইজন পালিয়ে যেতে সক্ষম হলেও বাকি ১১ জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন তারা। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন সিএমপির উপ-কমিশনার (উত্তর) ফয়সাল আহমেদ। তিনি জানান, আটককৃতদের থানায় নেওয়া হয়েছে এবং ঘটনা নিয়ে তদন্ত চলছে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv