সৌদি আরবের নতুন ‌‘জাতীয় সংগীত’ লেখবেন এই অস্কারজয়ী সুরকার?

আপলোড সময় : ২৫-০১-২০২৫ ০২:২৭:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০১-২০২৫ ০২:২৭:০৮ অপরাহ্ন
সৌদি আরবের জাতীয় সংগীত পুনরায় রচনার বিষয়টি শোনা যাচ্ছে, এবং এটি নতুন করে রচনা করবেন অস্কারজয়ী মার্কিন সুরকার হ্যান্স জিমার। তিনি ‘ইনসেপশন’, ‘দ্য পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’, ‘ইন্টারস্টেলার’, ‘গ্ল্যাডিয়েটর’, ‘ডার্ক নাইট’ ও ‘ডানকার্ক’ এর মতো বিখ্যাত চলচ্চিত্রের সংগীতের জন্য পরিচিত। সৌদি সংবাদপত্র আল আরাবিয়ায় প্রকাশিত খবর অনুযায়ী, সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির প্রধান তুর্কি আল-শেখের সঙ্গে বৈঠক করেছেন হ্যান্স জিমার, যেখানে জাতীয় সংগীত পুনরায় তৈরি এবং অন্যান্য প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে।

বর্তমানে সৌদি আরবের জাতীয় সংগীত ‘দ্য চ্যান্ট অব দ্য সৌদি নেশন’, যা ১৯৪৭ সালে মিশরীয় সুরকার আবদ আল-রহমান আল-খতিবের মাধ্যমে রচিত হয়েছিল। হ্যান্স জিমার ও তাঁর দলের সঙ্গে নতুন মৌলিক সুর ‘আরাবিয়া’ নিয়ে আলোচনা হয়েছে, যা সম্ভবত নতুন জাতীয় সংগীত হতে পারে। এছাড়া একটি কনসার্ট নিয়েও তাঁদের আলোচনা হয়েছে।

হ্যান্স জিমারের ঝুলিতে রয়েছে দুটি অস্কার, একটি বাফটা এবং চারটি গ্র্যামি পুরস্কার। ‘দ্য লায়ন কিং’ ও ‘ডুন’ চলচ্চিত্রের জন্য সেরা মৌলিক সুর বিভাগে অস্কার জিতেছেন তিনি।

সূত্র: দ্য হলিউড রিপোর্টার


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv