টঙ্গীতে ছিনতাই-ডাকাতি প্রতিরোধে বিক্ষোভ, আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ

আপলোড সময় : ২৫-০১-২০২৫ ০২:৪৩:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০১-২০২৫ ০২:৪৩:৪৯ অপরাহ্ন
গাজীপুরের টঙ্গীতে ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে আজ শনিবার বিক্ষোভ করেছেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাধারণ বাসিন্দারা। তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ রাখেন। এই বিক্ষোভের দাবি ছিল এলাকায় চলমান ছিনতাই এবং ডাকাতি প্রতিরোধ করা, কারণ রাত হলেই সড়ক ও আশপাশের এলাকায় ছিনতাইকারীরা সাধারণ মানুষের ওপর হামলা চালায়।

বিক্ষোভকারীরা জানান, গাড়ি ভাঙচুর করে টাকা, মোবাইলসহ অন্যান্য মালামাল ছিনতাই করা হচ্ছে। এসব অপরাধের বিরুদ্ধে স্থানীয় প্রশাসনের ভূমিকা তেমন কার্যকর নয়, যার ফলে তারা বিক্ষোভে নেমেছেন। সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী শাদীদ মারজান নাফি বলেন, তিনি ও তার বন্ধুরা একাধিকবার ছিনতাইয়ের শিকার হয়েছেন এবং অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাননি।

স্থানীয় বাসিন্দা মো. জুয়েল জানান, আওয়ামী লীগ সরকারের পতনের পর গাজীপুরে ছিনতাইকারীদের উৎপাত বেড়ে গেছে। প্রশাসনের কোনো তৎপরতা না থাকায় তারা রাস্তায় নেমে প্রতিবাদ করছেন।

বিক্ষোভের পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিক্ষোভকারীদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করে। পুলিশ জানায়, তারা ছিনতাই-ডাকাতি প্রতিরোধে তৎপর রয়েছে এবং গত দুই মাসে ১৭০ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv