পুতুলকে নিয়ে ভাবমূর্তি সংকটে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আপলোড সময় : ২৬-০১-২০২৫ ১১:৪৩:১২ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৬-০১-২০২৫ ১১:৪৩:১২ পূর্বাহ্ন
বিশ্ব স্বাস্থ্য সংস্থায় সায়মা ওয়াজেদ পুতুলের নিয়োগ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে চিকিৎসাবিজ্ঞান বিষয়ক জার্নাল দ্য ল্যানসেট।

প্রতিবেদনে বলা হয়েছে, সায়মা ওয়াজেদের নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করছে। দুদকের উপ-পরিচালক আকতারুল ইসলাম বিষয়টি দ্য ল্যানসেট-কে নিশ্চিত করেছেন।

অভিযোগ রয়েছে যে সায়মা ওয়াজেদের পদ নিশ্চিত করতে তার মা এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করেছেন।

দুদক পররাষ্ট্র এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে সায়মা ওয়াজেদের বিরুদ্ধে আর্থিক অসদাচরণ এবং রাজনৈতিক প্রভাব ব্যবহারের অভিযোগ তুলেছে। একই চিঠিতে তাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে অপসারণে পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে চাপ প্রয়োগের আহ্বান জানানো হয়েছে।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com