স্টারমারের প্রশংসায় ট্রাম্প, শিগগিরই যাবেন যুক্তরাজ্য সফরে

আপলোড সময় : ২৬-০১-২০২৫ ১১:৫০:২০ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৬-০১-২০২৫ ১১:৫০:২০ পূর্বাহ্ন
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের প্রতি ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, স্টারমার এখন পর্যন্ত অত্যন্ত ভালো কাজ করছেন। রোববার (২৬ জানুয়ারি) বিবিসি অনলাইনে এ তথ্য জানানো হয়।

বিবিসি-র এক প্রশ্নে, স্টারমারের সঙ্গে সম্পর্ক নিয়ে ট্রাম্প বলেন, "আমি তাকে ভালো পাই এবং বেশ পছন্দ করি। তিনি লিবারেল, যা আমার দৃষ্টিভঙ্গির সঙ্গে কিছুটা ভিন্ন। তবে আমি মনে করি তিনি একজন ভালো মানুষ এবং তার কাজ সত্যিই প্রশংসনীয়।"

স্টারমার সম্পর্কে আরও মন্তব্য করতে গিয়ে ট্রাম্প বলেন, "তিনি তার দেশকে দর্শন ও আদর্শের মাধ্যমে প্রতিনিধিত্ব করছেন। যদিও আমি তার দর্শনের সঙ্গে পুরোপুরি একমত নই, তবুও তার সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো।"

ট্রাম্প জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্টারমারের সঙ্গে ফোনে কথা বলার পরিকল্পনা রয়েছে।

যদিও স্টারমারের প্রতি ট্রাম্পের প্রশংসা লক্ষ্য করা যাচ্ছে, তার ঘনিষ্ঠ মিত্র ও ধনকুবের ইলন মাস্ক স্টারমারের কড়া সমালোচক। মাস্ক বারবার স্টারমারের পদত্যাগের দাবি জানিয়ে আসছেন।

দ্বিতীয় মেয়াদে প্রথম বিদেশ সফর কোথায় হতে পারে, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, "এটা সৌদি আরব কিংবা যুক্তরাজ্য হতে পারে। ঐতিহ্যগতভাবে এটি যুক্তরাজ্য হতে পারে।"

তিনি আরও বলেন, "প্রথম মেয়াদে আমি সৌদি আরব সফর করেছিলাম, কারণ তারা ৪৫০ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য কেনার প্রস্তাব দিয়েছিল।"

উল্লেখ্য, গত নভেম্বরে নির্বাচনে জয়ী হয়ে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে তিনি ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন।


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv