মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার কে এম সফিউল্লাহ আর নেই

আপলোড সময় : ২৬-০১-২০২৫ ০১:০৪:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০১-২০২৫ ০১:০৪:৪৯ অপরাহ্ন
বাংলাদেশের প্রথম সেনাপ্রধান এবং মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম সফিউল্লাহ গতকাল (২৬ জানুয়ারি) সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯০ বছর।

মৃত্যুর আগে তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, হাইপারটেনশন, থাইরয়েড, ফ্যাটি লিভার এবং ডিমেনশিয়ার মতো বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।

১৯৩৪ সালের ২ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন কে এম সফিউল্লাহ। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তিনি ৩ নম্বর সেক্টরের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে 'এস' ফোর্সের নেতৃত্বে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তার সাহসিকতা এবং অবদানের জন্য তিনি 'বীর উত্তম' খেতাবে ভূষিত হন।

দেশ স্বাধীন হওয়ার পর তিনি ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এর পর তিনি মালয়েশিয়া, কানাডা, সুইডেন, ইংল্যান্ডসহ বিভিন্ন দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেন। ১৯৯১ সালে দেশে ফিরে এক বছর ওএসডি থাকার পর ১৯৯২ সালে তিনি স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন।


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv