অল্পের জন্য রক্ষা পেলেন বনলতা এক্সপ্রেসের ১২০০ যাত্রী

আপলোড সময় : ২৬-০১-২০২৫ ০৬:০৮:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০১-২০২৫ ০৬:০৮:০৬ অপরাহ্ন
গাজীপুরের ধীরাশ্রমে রেললাইন বেঁকে যাওয়ায় দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেয়েছেন বনলতা এক্সপ্রেসের অন্তত এক হাজার ২০০ যাত্রী। রোববার (২৬ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।রেল পুলিশ ও স্থানীয়রা জানায়, ট্রেনটি থামার আধা ঘণ্টা আগে একটি ট্রেন এ লাইন অতিক্রম করে। পরে রেল কর্মীরা দেখতে পান ঢাকা-গাজীপুর ডুয়েল গেজ আপলাইনের একটি লাইন প্রায় ২০ মিটার বাঁকা হয়ে গেছে। পরে নিরাপত্তাকর্মীরা বেঁকে যাওয়া রেল লাইনের দক্ষিণ পাশে লাল পতাকা টানিয়ে দেন। কিন্তু ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জেগামী বনলতা এক্সপ্রেস কোন বার্তা পায়নি। ট্রেনটি ধীরাশ্রম রেল স্টেশন অতিক্রম করে কিছুদূর এগিয়ে গেলে লাইনের ওপর লাল পতাকা দেখতে পান চালক। বিপদ বুঝতে পেরে মাত্র ৪০ মিটার দূরে ট্রেনটি থামিয়ে দেন তিনি।

বনলতা এক্সপ্রেসের পরিচালক মোখলেছুর রহমান বলেন, ধীরাশ্রম এলাকায় লাইনের ওপর লাল পতাকা দেখতে পাই। তাৎক্ষণিক নির্দেশ দিলে চালক ট্রেনটি থামিয়ে দেন। পরে নিরাপত্তাকর্মীদের কাছ থেকে বিস্তারিত অবহিত হই।তিনি বলেন, কীভাবে রেললাইনের স্লিপারের লকগুলো খুলে গেল সেটি বোঝা যাচ্ছে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। টেকনিক্যাল লোকজন এলে বিষয়টি জানা যাবে।গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশনের মাস্টার হানিফ আলী জানান, ধীরাশ্রম এলাকায় রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে ঢাকা থেকে চাঁপাইগামী বনলতা এক্সপ্রেস দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায়। লাইন মেরামতের পর ট্রেনটি গন্তব্যে যাত্রা করবে।তিনি আরও জানান, এ ঘটনায় ঢাকা-জয়দেবপুর ডুয়েল গেজ ডাবল লাইনের আপলাইনটি বন্ধ রয়েছে। অপর লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv