নির্বাচন ভবনে চার ঘণ্টার অভিযানে দুদক পেল একটি নষ্ট ইভিএম

আপলোড সময় : ২৬-০১-২০২৫ ০৬:৪৩:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০১-২০২৫ ০৬:৪৩:৩১ অপরাহ্ন
ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কেনাকাটায় অনিয়মের অভিযোগে নির্বাচন ভবনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। চার ঘন্টার অভিযান শেষে একটি নষ্ট ইভিএম ছাড়া আর কিছুই মেলেনি।ভোট গ্রহণে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছিল বিগত আওয়ামী লীগ সরকারের সময় দায়িত্ব পালন করা নির্বাচন কমিশনগুলো। সরকার বদলের পর বর্তমান কমিশন এরইমধ্যে ঘোষণা করেছে, জাতীয় সংসদসহ স্থানীয় কোনো নির্বাচনেই বিতর্কিত এই মেশিন ব্যবহার হবে না।তবে বিতর্ক পিছু ছাড়ছে না ইভিএমের। ইভিএম কেনায় দুর্নীতি হয়েছে, বেশি দামে মানহীন মেশিন কেনা হয়েছে- এমন অভিযোগে রোববার (২৬ জানুয়ারি) সকালে নির্বাচন ভবনে অভিযান চালায় তিন সদস্যর দুদক দল। দুদক যে অভিযান চালাবে, তা দুদকই সবাইকে আগেভাগে জানিয়ে দেয়। তাই গণমাধ্যমকর্মীরা সেখানে পৌঁছে যান।

বেলা ১১টার দিকে প্রথমে দুদকের টিম কমিশনের সিনিয়র সচিবের রুমে গিয়ে বিভিন্ন নথি তলব করে দেখতে চান। এর পর স্ট্রিরুমে সংরক্ষিতি ইভিএম পরীক্ষা করে দেখেন। পরে তারা সাংবাদিকদের জানান, অভিযানের কথা।সঙ্গে আইটি বিশেষজ্ঞ নেই, কিভাবে একটি মেশিনকে নষ্ট বলে ঘোষণা দেয় দুদক-এমন প্রশ্নের মুখে পড়েন দুদক কর্মকর্তারা।এর আগে গত ১৯ ডিসেম্বর নির্বাচন ভবনে অভিযান চালায়। সেবার ঘুসের পাঁচশ টাকাসহ এক দালালকে আটক করলেও পরে তাকে ছেড়ে দেয় বলে অভিযোগ রয়েছে।


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv