রেড ক্রিসেন্ট সোসাইটির ইন্টারন্যাশনাল রিকগনিশন অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি যুবক

আপলোড সময় : ২৬-০১-২০২৫ ০৭:১২:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০১-২০২৫ ০৭:১৯:৩৫ অপরাহ্ন
মানবতার সেবায় অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশি যুবক বি.এম. সাবাব। অসহায় ফিলিস্তিনিদের সহযোগিতা করার জন্য রেড ক্রিসেস্ট সোসাইটির ইন্টারন্যাশনাল রিকগনেশন এ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি যুবক বি.এম.সাবাব।

গত ২৩ জানুয়ারি মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের আয়োজনে এ্যাওয়ার্ডটি প্রদান করেন মিশর রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ড. আইমান খাল্লাফ।

এসময় উপস্থিত ছিলেন মিশর রেড ক্রিসেন্ট সোসাইটির পাবলিক রিলেশনশিপ অফিসার ড. মুঞ্জির আহমেদ।এ্যাওয়ার্ড পেয়ে বি.এম. সাবাব বলেন, "এই সম্মাননা শুধুমাত্র আমার নয়, এটি বাংলাদেশের জন্য গর্বের। মানবতার সেবায় কাজ করতে পারা আমার জীবনের অন্যতম অর্জন। ফিলিস্তিনের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আমি সবসময় চেষ্টা করে যাব।"

উল্লেখ্য, বি.এম. সাবাব ফিলিস্তিনে সংঘাতের শিকার মানুষদের জন্য খাদ্য, চিকিৎসা, আশ্রয় এবং মানসিক সহায়তা প্রদানে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তার উদ্যোগে পরিচালিত প্রকল্পগুলোতে অসংখ্য স্বেচ্ছাসেবক যুক্ত হয়ে কাজ করেছেন, যা ফিলিস্তিনের শরণার্থীদের জীবনে পরিবর্তন আনতে সহায়তা করেছে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv