আত্মসমর্পণের পর জামিন পরীমনির

আপলোড সময় : ২৭-০১-২০২৫ ১২:২৯:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০১-২০২৫ ১২:২৯:৩০ অপরাহ্ন
চিত্রনায়িকা পরীমনি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। সোমবার (২৭ জানুয়ারি) সকালে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন।

জামিন পাওয়ার পর পরীমনি বলেন, "আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমার এই বিশ্বাস শেষ পর্যন্ত থাকবে। আশা করছি ন্যায়বিচার পাবো। আমার বিশ্বাস ছিলো আমি জামিন পাবো।" এ সময় পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানান তিনি।

ফেসবুকে স্ট্যাটাস দেয়ার পর এমনটা হলো কিনা—এমন প্রশ্নের জবাবে পরীমনি বলেন, "এ বিষয়ে আমি কিছু বলতে চাই না।"

এর আগে, রোববার (২৬ জানুয়ারি) তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। এরপর তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী জানিয়েছিলেন, "পরীমনি আজ আদালতে আত্মসমর্পণ করবেন।" আদালতে আত্মসমর্পণ করার পর তার জামিন মঞ্জুর হয়।

প্রসঙ্গত, গত বছরের ১৮ মার্চ ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে পিবিআই আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয়। পরে, আদালত ওই প্রতিবেদন গ্রহণ করে তাকে হাজির হতে সমন জারি করেন।

এর আগে, ২০২২ সালের ৬ জুলাই ঢাকার সাভারের বোট ক্লাবের পরিচালক নাসির উদ্দিন মাহমুদ পরীমনির বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেন।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv