৮ বছর পর আফগানিস্তান সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আপলোড সময় : ২৭-০১-২০২৫ ০১:০২:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০১-২০২৫ ০১:০২:৩৩ অপরাহ্ন
আফগানিস্তানের কাবুলে ৮ বছর পর সফরে গিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। সোমবার (২৭ জানুয়ারি) এক প্রতিবেদনে সংবাদ সংস্থা এপি এ তথ্য জানায়।

ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই জানান, এই সফরের উদ্দেশ্য হচ্ছে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করা এবং পারস্পরিক স্বার্থ রক্ষা করা। আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এবং দেশটির অর্থনৈতিক বিষয়ক উপপ্রধানমন্ত্রী আবদুল গনি বারাদারের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হবে।

গত কয়েক বছরে পানির অধিকার এবং হেলমান্দ ও হারিরুদ নদীর ওপর বাঁধ নির্মাণের বিষয়টি নিয়ে ইরান এবং আফগানিস্তানের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। তাই কাবুলে দুই দেশের বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া সীমান্ত নিরাপত্তা, রাজনৈতিক সম্পর্ক জোরদার এবং অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণের বিষয়েও আলাপ-আলোচনা হবে বলে জানা গেছে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv