ফ্যাসিবাদী আ. লীগের দোসররা উদ্ভুত ঘটনাকে উস্কে দিতে চাইছে: ঢাবি সাদা দল

আপলোড সময় : ২৭-০১-২০২৫ ০৪:১৭:১২ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০১-২০২৫ ০৪:১৭:১২ অপরাহ্ন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের মধ্যে চলমান সংঘাতের পরিস্থিতি সামাল দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সঙ্গে সাক্ষাৎ করেছে ঢাবির বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সাদা দলের নেতৃবৃন্দ। তারা ঢাবি প্রশাসনকে যেকোনো সমস্যায় সাদা দলের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

আজ সোমবার (২৭ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে ঢাবি সাদা দলের নেতৃবৃন্দ ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের কার্যালয়ে সাক্ষাৎ করেন। বৈঠকে সাদা দলের নেতারা ভিসিকে জানান, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে গোপনে ফ্যাসিবাদের দোসররা আওয়ামী পন্থী শিক্ষকদের সংগঠন নীল দলের সঙ্গে যোগাযোগ রাখছে। তারা দাবি করেন, নীল দলের শিক্ষক নেতারা গত শনিবার শিক্ষক সমিতিতে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে ঢাবি ভিসিকে স্মারকলিপি দিয়েছেন, যা উদ্ভুত ঘটনাকে উস্কে দেওয়ার উদ্দেশ্যে করা হচ্ছে।

এ ব্যাপারে ঢাবি ভিসি এবং প্রশাসনকে সোচ্চার হওয়ার আহ্বান জানায় ঢাবি সাদা দল। বৈঠকে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম এবং অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার উপস্থিত ছিলেন। এছাড়া ঢাবি প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রোভিসি অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, অধ্যাপক ড. মামুন আহমেদ, ট্রেজারার অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv