বিএনপির প্রাথমিক সদস্যপদ নবায়নে কমিটি গঠন

আপলোড সময় : ২৭-০১-২০২৫ ০৪:৫৯:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০১-২০২৫ ০৪:৫৯:০৩ অপরাহ্ন
বিএনপি প্রাথমিক সদস্যপদ নবায়ন কার্যক্রম পরিচালনার জন্য একটি কমিটি গঠন করেছে। আজ সোমবার (২৭ জানুয়ারি) বিএনপির সহ-দফতর সম্পাদক মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নবগঠিত এই কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী। কমিটির সদস্য সচিব হিসেবে থাকবেন দলটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত। এছাড়া, কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম (রংপুর বিভাগ), সহ-দপ্তর সম্পাদক এডভোকেট তাইফুল ইসলাম টিপু, মুহাম্মদ মুনির হোসেন, মো. তারিকুল আলম তেনজিং এবং মো. আবদুস সাত্তার পাটোয়ারী।

উল্লেখ্য, এর আগে গত ২০ জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘প্রাথমিক সদস্যপদ নবায়ন’ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই কার্যক্রম দলের সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে গৃহীত একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv