‘গাজা’ নামে সবচেয়ে বড় ড্রোন উন্মোচন করল ইরান

আপলোড সময় : ২৭-০১-২০২৫ ০৫:৫৬:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০১-২০২৫ ০৫:৫৬:০৬ অপরাহ্ন
ইসরায়েলি আগ্রাসনে নিহত ফিলিস্তিনিদের স্মরণে গাজা নামের নতুন ড্রোন উন্মোচন করেছে ইরান। ড্রোনটি ১২০০ মাইল পর্যন্ত যেতে পারে বলে দাবি তেহরানের।

রোববার (২৬ জানুয়ারি) ইসলামিক রেভুলুশনারি গার্ড কর্পসের প্রধান মেজর জেনারেল হুসেন সালামি এবং আইআরজিসি অ্যারোস্পেস কমান্ডার আমির আলি হাজিজাহ দে গাজা ড্রোনটি পরিদর্শন করেন।

জানা গেছে, ড্রোনটি একসঙ্গে ১২টি বোমা বহন করতে সক্ষম। এটি সীমান্ত সুরক্ষায় এবং সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে ব্যবহার করা হবে বলে জানায় সংশ্লিষ্টরা।

২০২৩ সালে জাতিসংঘের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর থেকেই বিশ্বজুড়ে ইরানি ড্রোনের চাহিদা বৃদ্ধি পেয়েছে। গত বছর এই ড্রোন তৈরির ঘোষণা দেয় ইরান। এবার এটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হলো।

ইরান জানায়, গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে তাদের অবস্থান সবসময়ই কঠোর। সেই ধারাবাহিকতায় নিহত ফিলিস্তিনিদের স্মরণে ড্রোনটির নামকরণ করা হয়েছে।

এক ফিলিস্তিনি এসময় উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘এই ড্রোন আমাদের বিজয়ের প্রতীক। আমরা ধ্বংসস্তূপ সরিয়ে নতুন করে ঘুরে দাঁড়াবো।’


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv