রেলের বিকল্প হিসেবে চালু বিআরটিসি বাস

আপলোড সময় : ২৮-০১-২০২৫ ০৯:৩৪:৫৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৮-০১-২০২৫ ০৯:৩৪:৫৭ পূর্বাহ্ন
রেল যোগাযোগে বিঘ্ন ঘটায় বিকল্প হিসেবে সারাদেশে বিআরটিসি বাস সার্ভিস চালু করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে সারাদেশে রেল যোগাযোগে বাধা সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ রেল রুটগুলোতে যাত্রী পরিবহনের জন্য বিআরটিসি বাস সার্ভিস চালু করা হয়েছে।

ঢাকা রেলওয়ে স্টেশন ও বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, কুমিল্লা, বগুড়া ও ময়মনসিংহগামী যাত্রীরা তাদের ক্রয়কৃত রেল টিকিট ব্যবহার করেই এই বাস সার্ভিসে ভ্রমণ করতে পারবেন। একইভাবে এসব স্থান থেকে ঢাকার উদ্দেশেও যাত্রী পরিবহন করা হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই বাস সার্ভিস চালু থাকবে।

উল্লেখ্য, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ (গার্ড, লোকোমাস্টার, সহকারী লোকোমাস্টার, সাব লোকোমাস্টার ও টিটিই) কর্মচারী ইউনিয়নের কর্মবিরতি চলছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত ১২টা থেকে শুরু হওয়া এ কর্মবিরতির কারণে সারাদেশে রেল চলাচল বন্ধ রয়েছে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv