চলছে তৃতীয় দিনের কর্মবিরতি

খুলনায় ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ

আপলোড সময় : ২৮-০১-২০২৫ ০৩:৫৩:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০১-২০২৫ ০৩:৫৩:৩০ অপরাহ্ন
খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমের গ্রেফতারের প্রতিবাদে তৃতীয় দিনেও কর্মবিরতি অব্যাহত রেখেছেন শ্রমিকরা। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল থেকে খালিশপুরে অবস্থিত ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি শুরু করেন শ্রমিকরা। তারা জানিয়েছেন, আলী আজিমকে মুক্তি না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।

গত রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে ডিবি পুলিশ আলী আজিমকে গ্রেফতার করে এবং পরে তাকে খালিশপুর থানায় হস্তান্তর করা হয়। খালিশপুর থানায় তাকে গত ২১ আগস্টের নাশকতা মামলায় গ্রেফতার করা হয়েছে।

কর্মবিরতির কারণে খুলনা ও তার আশপাশের অঞ্চলে তেল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রয়েছে। ফলে খুলনা সহ ১৬টি জেলার জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে।

পদ্মা-মেঘনা-যমুনা ট্যাংকলরি শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি মীর মোকসেদ আলী বলেন, "এটি একটি ষড়যন্ত্রমূলক মামলা এবং যতক্ষণ না আলী আজিম মুক্তি পাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।"

আজ মঙ্গলবার খুলনা জেলা প্রশাসকের সাথে আন্দোলনকারীদের বৈঠকের কথা রয়েছে, তবে সময় এখনও নির্ধারণ করা হয়নি।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv