ভারতীয় জেলেদের ধরে নিয়ে গেছে শ্রীলঙ্কার নৌবাহিনী

আপলোড সময় : ২৯-০১-২০২৫ ০৯:২৪:০৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৯-০১-২০২৫ ০৯:২৪:০৪ পূর্বাহ্ন
শ্রীলঙ্কার নৌবাহিনী জাফনা সাগরে আন্তর্জাতিক সমুদ্রসীমা লঙ্ঘনের অভিযোগে ভারতীয় জেলেদের লক্ষ্য করে গুলি চালিয়েছে, এতে পাঁচজন গুরুতর আহত হয়েছেন এবং অন্তত ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ভারতের সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৮ জানুয়ারি) পক প্রণালীর জাফনা সাগরে এই ঘটনা ঘটে। শ্রীলঙ্কার নৌসেনারা ভারতীয় জেলেদের নৌকায় গুলি চালালে পাঁচজন গুরুতর আহত হন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক এবং তারা বর্তমানে শ্রীলঙ্কার জাফনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভারতীয় কনসুলেট তাদের চিকিৎসার তত্ত্বাবধান করছে।

এই ঘটনায় ভারত-শ্রীলঙ্কা কূটনৈতিক সম্পর্কে নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে। ভারত সরকার দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে শ্রীলঙ্কার হাইকমিশনারকে তলব করেছে এবং ঘটনার ব্যাখ্যা চেয়েছে।

শ্রীলঙ্কা বরাবরই নিজের জলসীমায় ভারতীয় জেলেদের অনুপ্রবেশের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়। ২০২৩ সালে শ্রীলঙ্কার নৌবাহিনী অনুপ্রবেশের অভিযোগে ৫৩৫ ভারতীয় জেলেকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

ভারতীয় জেলেদের অভিযোগ, শ্রীলঙ্কায় আটক হলে তাদের সঙ্গে অপরাধীদের মতো আচরণ করা হয়। কখনো মাথার চুল কেটে দেওয়া হয়, কখনো অর্থদণ্ড গুনতে হয়। সাম্প্রতিক ঘটনায় দুই দেশের মধ্যকার উত্তেজনা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv