যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলায় লেবাননে আহত ২৪

আপলোড সময় : ২৯-০১-২০২৫ ১০:৪৭:৫৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৯-০১-২০২৫ ১০:৪৭:৫৫ পূর্বাহ্ন
যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলি বিমান হামলায় লেবাননের নাবাতিহে শহরে অন্তত ২৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দক্ষিণ লেবাননের এই শহরে ইসরায়েলি বাহিনী হামলা চালায়, যা লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে।

বুধবার (২৯ জানুয়ারি) রয়টার্স ও আনাদুলো এর প্রতিবেদনে জানায়, ইসরায়েলি বাহিনীর একটি ড্রোন নাবাতিহে আল-ফাওকার আল-রাওদাত স্কুলের কাছের রাস্তায় একটি পিকআপ ট্রাককে লক্ষ্য করে গাইডেড ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর ফলে ট্রাকটি ধ্বংস হয়ে যায় এবং পাশের কয়েকটি গাড়ি পুড়ে যায়। বিস্ফোরণের ফলে আশপাশের বেসামরিক নাগরিকও আহত হন।

নাবাতিহের আল-ফাওকার মেয়র ইয়াসির গান্দুর অভিযোগ করেছেন, "ইসরায়েলি বাহিনী সাধারণ জনগণকে লক্ষ্যবস্তু বানাচ্ছে, এমনকি যারা নিজেদের ঘরে নিরাপদে ছিল, তারাও হামলার শিকার হচ্ছেন।"

এ হামলার তীব্র নিন্দা জানিয়ে লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেন, এটি ইসরায়েলের সাথে হওয়া যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস-ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে প্রতিদিনই হিজবুল্লাহ ও তাদের মিত্ররা ইসরায়েলি সামরিক অবস্থানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। এই সংঘাতে লেবাননে প্রায় ৪ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে এবং ১২ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv