বিলম্বে হলেও সরকার সুবিবেচনার পরিচয় দিয়েছে: শায়খ আহমাদুল্লাহ

আপলোড সময় : ২৯-০১-২০২৫ ১১:১১:৫৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৯-০১-২০২৫ ১১:১১:৫৫ পূর্বাহ্ন
দেশের নিবন্ধনভুক্ত সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার জাতীয়করণের সিদ্ধান্ত গ্রহণে শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্টদের প্রশংসা করেছেন দেশের আলোচিত ইসলামিক বক্তা এবং আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। তিনি মঙ্গলবার (২৮ জানুয়ারি) তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এই সিদ্ধান্তের প্রশংসা করেন।

স্ট্যাটাসে শায়খ আহমাদুল্লাহ লিখেছেন, "অবশেষে মাদরাসা শিক্ষাবোর্ডের নিবন্ধনভুক্ত সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা পর্যায়ক্রমে জাতীয়করণের সিদ্ধান্ত হয়েছে। বিলম্বে হলেও সরকার সুবিবেচনার পরিচয় দিয়েছে। এজন্য সংশ্লিষ্টদের সাধুবাদ জানাই।"

এর আগে, ২৬ জানুয়ারি, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের লাঠিপেটা, জলকামান, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপের ঘটনায় শায়খ আহমাদুল্লাহ সমালোচনা করেছেন। তিনি ফেসবুকে একটি স্ট্যাটাসে বলেন, "ভাত দেবার মুরোদ নেই, কিল দেবার গোসাই। স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার ক্ষেত্রে এই জিনিসটাই ঘটছে বিগত ৪০ বছর ধরে। সিলেবাস, কারিকুলাম, নীতিমালা সরকার সবই চাপিয়ে দিচ্ছে। কিন্তু ন্যূনতম জীবন ধারণের মতো বেতনটুকুও দিচ্ছে না।"

তিনি আরও বলেন, "সম্মানীয় শিক্ষকরা যখন অভাব-অনটনের কাছে হার মানেন, একান্ত মানবিক ও যৌক্তিক দাবি আদায়ের জন্যও রাস্তায় নামতে বাধ্য হন, এটা জাতি হিসেবে আমাদের জন্য লজ্জার। সরকারের উচিত, এই শিক্ষকদের প্রতি সুবিচার করা, জাতির ৪০ বছরের ভুল শুধরে নেওয়া। আশা করি, সরকার সুবেবচনার পরিচয় দেবে।"


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv