ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় যাচাইয়ের দাবি পর্দানশীন নারীদের

আপলোড সময় : ২৯-০১-২০২৫ ০২:৪৭:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০১-২০২৫ ০২:৪৭:০৫ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জের পর্দানশীন নারী সমাজ জাতীয় পরিচয়পত্রে ছবি তোলার পরিবর্তে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্তের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে জেলা নির্বাচন অফিসের সামনে আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। পরে জেলা নির্বাচন কর্মকর্তার মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার ও জেলা শিক্ষা কর্মকর্তার বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

মানববন্ধনে অংশ নেওয়া নারীরা জানান, শুধুমাত্র পরিপূর্ণ পর্দা পালন করার কারণে তারা বৈষম্যের শিকার হচ্ছেন। গত ১৬ বছর ধরে বহু পর্দানশীন নারী জাতীয় পরিচয়পত্র না পাওয়ায় নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। জমি কেনাবেচা, বাসা ভাড়া, এমনকি সন্তানদের স্কুলে ভর্তি করাতে পারছেন না তারা।

তাদের অভিযোগ, জাতীয় পরিচয়পত্রের জন্য বাধ্যতামূলক ছবি তোলার কারণে তারা নিজেদের ধর্মীয় বিশ্বাস ও গোপনীয়তা রক্ষার অধিকার হারাচ্ছেন। তারা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় যাচাইয়ের ব্যবস্থা চালুর পাশাপাশি নারী সহায়ক ব্যবহারের নিশ্চয়তা দাবি করেন।

এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, “পর্দানশীন নারী সমাজ সংগঠনের পক্ষ থেকে জাতীয় পরিচয়পত্রে ছবি ব্যবহারের পরিবর্তে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে শনাক্তকরণের দাবি জানিয়ে স্মারকলিপি দেওয়া হয়েছে। তাদের দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।”


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv