তরুণদের চিন্তাভাবনাকে রাজনীতিবিদরা হুমকি মনে করে: সারজিস

আপলোড সময় : ২৯-০১-২০২৫ ০৩:১৬:২১ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০১-২০২৫ ০৩:১৬:২১ অপরাহ্ন
তরুণদের চিন্তাভাবনাকে রাজনৈতিক মহল হুমকি হিসেবে দেখে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, তরুণরা এগিয়ে না এলে স্বৈরশাসনের অবসান আরও দীর্ঘায়িত হতো। দেশ পরিচালনায় তরুণদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

বুধবার (২৯ জানুয়ারি) রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে "জুলাই গণঅভ্যুত্থান" নিয়ে আয়োজিত এক প্রদর্শনী পরিদর্শনে এসব কথা বলেন সারজিস আলম।

তিনি বলেন, "গণঅভ্যুত্থানের পর দেশে চিন্তাধারার একটি বড় পরিবর্তন এসেছে, যা পুরনো রাজনীতিবিদরা বুঝতে পারছেন না। তারা জনগণের কল্যাণের বদলে স্বার্থান্বেষী ব্যক্তিদের পদে বসানোর দিকেই বেশি মনোযোগী।"

তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক সংস্কৃতি তরুণদের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। রাজনীতিবিদরা তরুণদের চিন্তাধারাকে হুমকি মনে করেন, কারণ তারা নতুন প্রজন্মের চাওয়া-পাওয়া ও সংস্কৃতির সঙ্গে খাপ খাওয়াতে পারছেন না।

তরুণদের রাজপথের আন্দোলনের পরিবর্তে সত্য ও ন্যায়ের পক্ষে সরব থাকার আহ্বান জানিয়ে সারজিস বলেন, "আমরা যখন আন্দোলনে নেমেছিলাম, তখন পরিস্থিতির দাবি ছিল রাজপথে থাকা। এখন তরুণদের দায়িত্ব সত্যকে তুলে ধরা, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং নীতিনির্ধারণী পর্যায়ে সচেতন থাকা।"

এ সময় তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও প্রশ্ন তুলেন এবং তরুণদের দেশ পরিচালনায় আরও সক্রিয় হওয়ার তাগিদ দেন।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv