অবশেষে হিমাগারে পড়ে থাকা ২ ভারতীয় নাগরিকের মরদেহ সৎকার

আপলোড সময় : ২৯-০১-২০২৫ ০৩:৩৪:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০১-২০২৫ ০৩:৩৪:০৯ অপরাহ্ন
দীর্ঘদিন ধরে শরীয়তপুর সদর হাসপাতালের হিমাগারে পড়ে থাকা দুই ভারতীয় নাগরিকের মরদেহ অবশেষে সৎকার করেছে কারা কর্তৃপক্ষ। দুই বছরেরও বেশি সময় ধরে হাসপাতালের হিমাগারে রাখা এসব মরদেহের রক্ষণাবেক্ষণে সরকারের খরচ হয়েছে প্রায় ২৪ লাখ টাকা।

বুধবার (২৯ জানুয়ারি) সকালে পৌরসভার মনোহরবাজার শ্মশানঘাটে মরদেহ দুটি সৎকার করা হয়। সৎকার করা দুই ভারতীয় নাগরিক হলেন সতেন্দ্র কুমার ও বাবুল সিং। সতেন্দ্র কুমার হরিয়ানা রাজ্যের সাতুরা সুলতানপুর জেলার চেয়াপুর থানার চন্দ্রপালের ছেলে, অন্যদিকে বাবুল সিংয়ের ঠিকানা পাওয়া যায়নি।

শরীয়তপুর কারা কর্তৃপক্ষ জানায়, ২০২২ সালের মে ও অক্টোবর মাসে পদ্মা সেতু প্রকল্প এলাকা থেকে ভারতীয় নাগরিক বাবুল সিং ও সতেন্দ্র কুমারকে অনুপ্রবেশের অভিযোগে আটক করা হয় এবং আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়। ২০২৩ সালের ১৮ জানুয়ারি সতেন্দ্র কুমার ও ১৫ এপ্রিল বাবুল সিং মারা যান। এরপর থেকে তাদের মরদেহ সদর হাসপাতালের হিমাগারে রাখা হয়। গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পরই বিষয়টি সরকারের নজরে আসে এবং কুটনৈতিক আলোচনা শেষে মরদেহ দুটি সৎকারের সিদ্ধান্ত নেয়া হয়।

শরীয়তপুর কারাগারের ভারপ্রাপ্ত জেলার আসমা আক্তার পাপিয়া বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় দুই ভারতীয় নাগরিকের মরদেহ সৎকার করা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানানো হবে।


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv