আল-শারাই সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট

আপলোড সময় : ৩০-০১-২০২৫ ০৮:৫৮:৪৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩০-০১-২০২৫ ০৮:৫৮:৪৬ পূর্বাহ্ন
বিদ্রোহী নেতা আহমেদ আল-শারা সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট করা হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার বরাতে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।সামরিক কর্মকর্তা হাসান আবদেল ঘানির বরাতে সানার খবরে বলা হয়েছে, সাময়িক সময়ের জন্য আল-শারাকে সরকার গঠনের জন্য ক্ষমতা দেওয়া হয়েছে। অন্তর্বর্তী এই সময়ে তিনিই সরকার চালিয়ে নেবেন; যতক্ষণ না নতুন সংবিধান গৃহীত হয়।আল-শারা সিরিয়ার বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) নেতা। এইচটিএস গেল মাসে আকস্মিক আক্রমণের মধ্য দিয়ে সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করে।আসাদের পতনের পর কার্যত এইচটিএস সিরিয়ার চালকের আসনের রয়েছে। তারা একটি অন্তর্বর্তী সরকার গঠন করেছে; যা মূলত স্থানীয় সরকারের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত হয়েছে, যা আগে বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিব প্রদেশে চলেছিল।

আবদেল ঘানি দেশের বিভিন্ন সশস্ত্র দল বিলুপ্ত করার ঘোষণাও দিয়েছেন। তিনি বলেছেন, এই সশস্ত্র দলগুলোকে রাষ্ট্রীয়ভাবে একাত্ম করা হবে।রাষ্ট্রীয় বার্তাসংস্থা সানা আবদেল ঘানিকে উদ্ধৃত করে বলেছে, ‘সমস্ত সামরিক দলগুলো বিলুপ্ত হয়ে গেছে... এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে একত্র হয়েছে। আসাদ সরকারের সেনাবাহিনী বিলুপ্ত করা হয়েছে।এর পাশাপাশি নিরাপত্তা সংস্থা ও বাথ পার্টি বিলুপ্ত করা হয়েছে।’এইচটিএস ও বিদ্রোহী অন্য গোষ্ঠীর মধ্যকার দামেস্কে অনুষ্ঠিত বৈঠকে এসব ঘোষণা এসেছিল। ডিসেম্বরে গঠিত সিরিয়ার অন্তর্বর্তী সরকারের মন্ত্রীরাও ওই বৈঠকে উপস্থিত ছিলেন।আল-শারার গোষ্ঠী একসময় আল-কায়েদার সহযোগী ছিল। তারা সিরিয়ায় এখন একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন ও নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছে।

তবে নির্বাচন আয়োজনে চার বছর পর্যন্ত সময় লাগতে পারে বলেও জানিয়েছে তারা।একটি একীভূত সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনী গঠনের কথাও বলেছেন আল-শারা। তবে অন্তর্বর্তী সরকার বিভিন্ন পক্ষ কিভাবে একত্র করবে সেটি এখন দেখার বিষয়।


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv