‘আপনার জায়গা হবে না’ বলে উঠতে দিলো না গাড়িতে, মামলা করলেন নারী

আপলোড সময় : ৩০-০১-২০২৫ ১০:২১:৫৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩০-০১-২০২৫ ১০:২১:৫৩ পূর্বাহ্ন
যুক্তরাষ্ট্রের ইনফ্লুয়েন্সার ও রেপার ড্যাঙ্ক ডেমোস ‘লিফট’ নামের একটি রাইড শেয়ারিং কোম্পানির বিরুদ্ধে মামলা করেছেন। তিনি তাদের একটি গাড়ি ভাড়া করেছিলেন। কিন্তু চালক এসে তাকে গাড়িতে নেয়নি। কারণ তার নাকি এতে জায়গা হবে না।ড্যাঙ্ক ডেমোস এমন অভিজ্ঞতার কথা জানিয়ে টিকটকে ভিডিও প্রকাশ করেন। এরপর ভিডিওটি ভাইরাল হয় এবং এ নিয়ে বিতর্কের সৃষ্টি হয়।মামলার নথি থেকে জানা গেছে, গত মাসে তার সঙ্গে এ ঘটনা ঘটে। তিনি ডেট্রয়েট লায়ন্সের ওয়াচ পার্টিতে অংশ নিতে ‘লিফটের’ একটি গাড়ি ভাড়া করেন। এরপর গাড়ি যথাসময়ে আসে। কিন্তু তিনি শারীরিকভাবে মোটা হওয়ায় তাকে গাড়িতে তুলতে অস্বীকৃতি জানান চালক।

তখন চালকের সঙ্গে তর্কে জড়িয়ে তিনি বলেন, “আমি এই গাড়িতে বসতে পারব।” কিন্তু চালক তাকে পাল্টা উত্তর দিয়ে বলেন, “বিশ্বাস করুন, আপনার জায়গা হবে না।”এরপর আরেক কারণ উল্লেখ করে ওই চালক বলেন, “গাড়ির চাকা আসলে আপনার ভর বহন করতে পারবে না।” ওই সময় চালক ক্ষমা চেয়ে তাকে পরামর্শ দেন তিনি যেন আরেকটি বড় গাড়ি ভাড়া করেন। চালক আরও জানান,. আগেও তিনি এমন পরিস্থিতিতে পড়েছেন। তখন ক্ষমা চেয়ে গ্রাহককে না করতে বাধ্য হয়েছেন। এই নারী র‌্যাপার তখন চালককে জিজ্ঞেস করেন, আপনি কী ‘বড় মানুষদের’ সঙ্গে সবসময় এমনই করেন?।বিষয়টিকে সহজভাবে নিতে পারেননি এই নারী। তাই ‘লিফটের’ বিরুদ্ধে আদালতে মামলা করেন তিনি। ওজনের কারণে তার সঙ্গে বৈষম্য করা হয়ে বলেছে মামলায় উল্লেখ করেছেন তিনি।

সূত্র: ফক্স নিউজ ডেট্রয়েট


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv