৩ জনকে বাদ দিয়ে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের নতুন তালিকা

আপলোড সময় : ৩০-০১-২০২৫ ১২:২৭:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০১-২০২৫ ১২:২৭:২৪ অপরাহ্ন
আগের ঘোষণা করা তালিকা থেকে তিনজনের নাম বাদ দিয়ে নতুন করে সাতজনের নাম ঘোষণা করা হয়েছে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪ এর জন্য। বুধবার রাত ১১টায় বাংলা একাডেমির ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

গত ২৩ জানুয়ারি ১০ জনের নাম ঘোষণা করা হয়েছিল এবারের পুরস্কারের জন্য। তবে তালিকা প্রকাশের পর তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। এরপর ২৫ জানুয়ারি পুরস্কার তালিকা স্থগিত করা হয়। বাংলা একাডেমির পক্ষ থেকে জানানো হয়, কিছু বিষয় নিয়ে অভিযোগ আসায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগের তালিকায় যাঁরা ছিলেন, কিন্তু নতুন তালিকায় নেই— তারা হলেন: মোহাম্মদ হাননান, ফারুক নওয়াজ ও সেলিম মোরশেদ। বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম ফেসবুকে পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

নতুন করে যাঁরা পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন তাঁরা হলেন– কবিতা: মাসুদ খান, নাটক ও নাট্যসাহিত্য: শুভাশিস সিনহা, প্রবন্ধ/গদ্য: সলিমুল্লাহ খান,অনুবাদ: জি এইচ হাবীব, গবেষণা: মুহম্মদ শাহজাহান মিয়া, বিজ্ঞান: রেজাউর রহমান ও ফোকলোর: সৈয়দ জামিল আহমেদ।

এদিকে, মোরশেদ শফিউল হাসান, যিনি বাংলা একাডেমির পুরস্কারের জন্য গঠিত বোর্ডের সদস্য, তিনি নিজেকে পুরস্কার সংক্রান্ত দায়িত্ব থেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি, কবি সাজ্জাদ শরিফ বাংলা একাডেমির নির্বাহী কমিটির পদ থেকে পদত্যাগ করেছেন।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com