আবারও পুত্র সন্তানের মা হলেন অভিনেত্রী প্রসূন আজাদ

আপলোড সময় : ৩০-০১-২০২৫ ০৩:০৫:০১ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০১-২০২৫ ০৩:০৫:০১ অপরাহ্ন
লাক্স সুপারস্টার প্রসূন আজাদ সম্প্রতি দ্বিতীয়বার মা হয়েছেন। গত ২৭ জানুয়ারি তার জন্ম হয়েছে এক পুত্র সন্তানের। বর্তমানে মা ও সন্তান দুজনই সুস্থ আছেন।

এ অভিনেত্রী নিজেই জানিয়েছেন, ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার সন্তানের জন্ম হয়েছে।

এর আগে ২০২২ সালে প্রথমবার মা হন প্রসূন আজাদ এবং সে সময়ও তার সন্তান ছিল ছেলে। এবার তিনি দ্বিতীয়বার মা হলেন। এই নতুন অভিজ্ঞতা নিয়ে প্রসূন আজাদ বলেন, প্রথমবার মা হওয়া ছিল এক দারুণ অভিজ্ঞতা, অনেক উত্তেজনা ছিল, তবে কিছু কিছু বিষয় তখন ঠিকমতো বুঝতে পারিনি। সন্তানের মুখ দেখে আমি খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম।

তিনি আরও বলেন, দ্বিতীয় সন্তানের মা হওয়ার পর নিজেকে অনেক বেশি আত্মসম্মানিত মনে হচ্ছে। এবার আমি আমার সুস্থতা নিয়েও সচেতন, সন্তান ও নিজের জন্য যত্ন নিচ্ছি।

এছাড়া, প্রসূন আজাদ ২০২১ সালের ৩০ জুলাই তার বন্ধু ফারহান গাফফারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তারপর থেকে তিনি সংসার জীবনকে বেশি গুরুত্ব দিয়েছেন। ২০১২ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানারআপ হওয়ার পর শোবিজে তার ক্যারিয়ার শুরু হয়। এরপর একাধিক নাটক ও সিনেমায় অভিনয় করেছেন তিনি।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv