আ. লীগের কর্মসূচি ঘোষণার জন্য ‘ঢিলেঢালাভাবে সরকার পরিচালনাকে’ দায়ী করলেন রিজভী

আপলোড সময় : ৩০-০১-২০২৫ ০৩:১৬:২১ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০১-২০২৫ ০৩:১৬:২১ অপরাহ্ন
আওয়ামী লীগের পক্ষ থেকে ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে অবরোধ ও কঠোর হরতালের ডাক দেয়া হয়েছে। দলটি এ মাসে ১০টি দাবিতে ৫ ধরনের কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।

এই কর্মসূচি ঘোষণার পর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগের রাজপথে কর্মসূচি দেয়ার দায়িত্ব বর্তমান অন্তর্বর্তী সরকারের। তিনি দাবি করেন, বর্তমান সরকার ঢিলেঢালা শাসনের কারণে আজ এই পরিস্থিতির সম্মুখীন হয়েছে। তিনি আরও বলেন, জনগণ আওয়ামী লীগের শাস্তির অপেক্ষা করছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে নয়াপল্টনে এক অনুষ্ঠানে এ কথা বলেন রিজভী। সেখানে প্রতিবন্ধী রিকশাচালক মামুনের জন্য আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

রিজভী শেখ হাসিনার নেতৃত্বে নারী ও শিশুর জীবনের প্রতি অবহেলা এবং তার শাসনামলে বিরোধীদের প্রতি সহিংসতা নিয়ে কঠোর সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার কাছে সিংহাসনটাই গুরুত্বপূর্ণ, এবং তিনি বহু মানুষের সন্তানহীন হওয়ার কারণ হয়েছেন। এছাড়া, তিনি বলেন, বিরোধী পক্ষের মরদেহ দেখলে শেখ হাসিনা খুশি হতেন।

এছাড়া, রিজভী প্রশ্ন তুলেন যে, যারা আহনাফ, আবু সাঈদ এবং মুগ্ধকে হত্যা করেছে, তারা সবাই আইনের লোক। তাহলে, তাদের আইনের আওতায় আনা হচ্ছে না কেন?


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv