ছুটিতে পাঠানো বিচারপতি শাহেদ নূরউদ্দিন পদত্যাগ করেছেন

আপলোড সময় : ৩০-০১-২০২৫ ০৫:৪০:১০ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০১-২০২৫ ০৫:৪০:১০ অপরাহ্ন
আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে কাজ করার অভিযোগে সাময়িক অব্যাহতি পাওয়া হাইকোর্টের বিচারপতি শাহেদ নূরউদ্দিন পদত্যাগপত্র জমা দিয়েছেন। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তার বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাচ্ছিল, এর মধ্যেই তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠান।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে পাঠানো এক বার্তায় তার পদত্যাগের তথ্য জানানো হয়।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) শফিকুল ইসলাম জানান, “বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি শাহেদ নূরউদ্দিন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কর্তৃক তদন্তাধীন অবস্থায় প্রধান বিচারপতির মাধ্যমে রাষ্ট্রপতির কাছে স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র পাঠিয়েছেন।”

উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা মামলার রায় দেওয়া বিচারকদের মধ্যে তিনি অন্যতম ছিলেন।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv