গোপনে বাংলাদেশে ব্রিটিশ দল, নিয়ে গেছে টিউলিপ সিদ্দিকের তথ্য

আপলোড সময় : ০২-০২-২০২৫ ১০:২৯:১৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ০২-০২-২০২৫ ১০:২৯:১৫ পূর্বাহ্ন
তথ্য সংগ্রহের উদ্দেশ্যে বাংলাদেশ সফর করেছেন যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থার (এনসিএ) কর্মকর্তারা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে ও সাবেক ব্রিটিশ সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিষয়ে অনুসন্ধানের অংশ হিসেবে তারা বাংলাদেশি তদন্ত কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠক করেছেন।

শনিবার (১ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য মেইল অন সানডে’ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত মাসে অনুষ্ঠিত বৈঠকে ব্রিটিশ তদন্ত দলকে বাংলাদেশি কর্মকর্তারা জানান, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তারা নতুন কিছু দুর্নীতির তথ্য সংগ্রহ করতে পেরেছেন।

‘দ্য মেইল অন সানডে’ আরও জানিয়েছে, ব্রিটিশ কর্মকর্তারা এখন টিউলিপ সিদ্দিকের ব্যাংক অ্যাকাউন্ট পরীক্ষা, ইমেইল যাচাই এমনকি তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করতে পারেন।

শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিক ছাড়াও তাদের পুরো পরিবারের বিরুদ্ধে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। ২০১৩ সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এই প্রকল্পের চুক্তি স্বাক্ষর করেন শেখ হাসিনা। প্রতিবেদনে দাবি করা হয়, চুক্তির মধ্যস্থতায় জড়িত ছিলেন টিউলিপ সিদ্দিক, যার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।

বাংলাদেশি একটি সূত্র জানিয়েছে, ব্রিটিশ তদন্ত দল বাংলাদেশি কর্মকর্তাদের মাধ্যমে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তদন্ত পরিচালনার প্রস্তাব দিয়েছে। এমনকি যুক্তরাজ্যের এনসিএ সরাসরি তার বিরুদ্ধে তদন্ত শুরু করতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে তাকে ১০ বছর বা তারও বেশি সময় কারাদণ্ডের মুখোমুখি হতে হতে পারে।

বাংলাদেশি এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, এনসিএ কর্মকর্তারাই গোপন এই বৈঠকের প্রস্তাব দেন এবং ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন এটি আয়োজন করে।

এর আগেও গত বছরের অক্টোবরে এনসিএ কর্মকর্তারা বাংলাদেশ সফর করেছিলেন। তখন তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন, বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে সহায়তা করবেন।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv