দোয়া চাইলেন সারজিস আলমের শ্বশুর

আপলোড সময় : ০২-০২-২০২৫ ১১:৫৭:৪৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ০২-০২-২০২৫ ১১:৫৭:৪৪ পূর্বাহ্ন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলমের বিয়ের দুদিন পর দোয়া চেয়েছেন তার শ্বশুর, ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. লুৎফর রহমান।

রোববার (২ ফেব্রুয়ারি) সকালে নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি নবদম্পতির জন্য দোয়া কামনা করেন।

এর আগে, শুক্রবার (৩১ জানুয়ারি) সারজিস আলমের সঙ্গে লুৎফর রহমানের বড় মেয়ে শারমিন আক্তার রাইতার বিয়ে সম্পন্ন হয়।

পেশাগত কারণে লুৎফর রহমান তার স্ত্রী, মেয়ে ও দুই ছেলেকে নিয়ে রাজধানীর বাসাবো এলাকার শাহজাহানপুরে বসবাস করেন। তার গ্রামের বাড়ি বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের লাকুরতলা এলাকায়।

সারজিস আলমের স্ত্রী শারমিন আক্তার রাইতা পবিত্র কোরআনের একজন হাফেজা এবং তিন ভাইবোনের মধ্যে বড়। তিনি সবসময় পর্দা মেনে চলায় গণমাধ্যমে তার কোনো ছবি প্রকাশ হয়নি।

সারজিস আলমের শ্বশুরের পোস্টেটি হুবহু তুলে ধরা হলো

আলহামদুলিল্লাহ। আমার মেয়ে রাইতার শুভবিবাহ সম্পন্ন হয়েছে। উভয়পক্ষের পরিবারবর্গের উপস্থিতিতে সীমিত পরিসরে গাজীপুরের ভাওয়াল বনভূমির গহীনে রাজেন্দ্র ইকো রিসোর্টে গত শুক্রবার (৩১ জানুয়ারি, ২০২৫) আছর নামাজ শেষে মসজিদে বিবাহের ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

আমার পারিবারিক, পেশাগত রাজনৈতিক, একাডেমিক এবং সামাজিক বলয়ে অনেক ঘনিষ্ঠজন, শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী রয়েছেন। দুঃখজনক হলেও সত্যি, বিশেষ কিছু সীমাবদ্ধতা এবং নীতিগত কড়াকড়ির কারণে তাদেরকে  নিমন্ত্রণ করা এমনকি অধিকাংশ মানুষকে জানানোও সম্ভব হয়নি।

তিনি দুঃখ প্রকাশ করে আরও লিখেন, আমি এ জন্য গভীর দুঃখ এবং অনুতাপ প্রকাশ করছি। ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য আপনাদের সবাইকে বিশেষ অনুরোধ করছি। কথা দিচ্ছি, আসন্ন রমজানের পরে যথাসম্ভব দ্রুততম সময়ের মধ্যে বড় পরিসরে আনুষ্ঠানিক বিবাহোত্তর জমকালো প্রীতিভোজ অনুষ্ঠান আয়োজনে সবাইকে নিমন্ত্রণ করা হবে। নব দম্পতির শুভকামনায় আপনাদের নিকট দোয়া প্রার্থনা করছি।


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv