পরবর্তী আইডিএফ প্রধান হিসেবে নিযুক্ত হবেন ইয়াল জামির

আপলোড সময় : ০২-০২-২০২৫ ১২:০৭:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০২-২০২৫ ১২:০৭:৩৯ অপরাহ্ন
গত ৭ অক্টোবর হামাসের হামলার পর প্রতিরক্ষা ব্যবস্থার ব্যর্থতার কারণে পদত্যাগ করছেন ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মহাপরিচালক হার্জি হালেভি। তার স্থলাভিষিক্ত হতে মেজর জেনারেল (অব.) ইয়াল জামিরকে মনোনীত করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।

শনিবার (১ ফেব্রুয়ারি) দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক সংক্ষিপ্ত বিবৃতিতে ইয়াল জামিরের মনোনয়নের ঘোষণা দেওয়া হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, লেফটেন্যান্ট জেনারেল হার্জি হালেভির পদত্যাগের পর আগামী ৬ মার্চ আইডিএফের ২৪তম প্রধান হিসেবে দায়িত্ব নেবেন মেজর জেনারেল ইয়াল জামির।

সাধারণত আইডিএফ প্রধান চার বছরের জন্য দায়িত্ব পালন করলেও, হালেভি মাত্র দুই বছর দায়িত্ব পালনের পর পদত্যাগের ঘোষণা দেন।

প্রতিরক্ষামন্ত্রী কাটজের মনোনীত তালিকায় জামিরের পাশাপাশি আরও দুজন প্রতিদ্বন্দ্বী ছিলেন— মেজর জেনারেল আমির বারাম (বর্তমান আইডিএফ ডেপুটি চিফ অব স্টাফ) ও মেজর জেনারেল তামির ইয়াদাই (প্রাক্তন গ্রাউন্ড ফোর্সেস প্রধান)। তবে শেষ পর্যন্ত ৫৯ বছর বয়সী ইয়াল জামিরই নতুন প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv