গাজার নিয়ন্ত্রণ নিয়ে ফিলিস্তিনি দু’পক্ষের মধ্যে যুদ্ধ বাধার শঙ্কা

আপলোড সময় : ০২-০২-২০২৫ ০১:১৮:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০২-২০২৫ ০১:১৮:৫০ অপরাহ্ন
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের শাসনাধীন ফিলিস্তিন অথরিটি (পিএ) গাজার নিয়ন্ত্রণ নিতে প্রয়োজনে হামাসের সঙ্গে যুদ্ধে জড়াতে প্রস্তুত রয়েছে। এই তথ্য জানিয়েছেন জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তা হুসেইন আল-শেখ, যিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের সঙ্গে সৌদি আরবের রাজধানী রিয়াদে বৈঠক করেছিলেন।

এই বৈঠকে ফিলিস্তিন অথরিটির লক্ষ্য গাজা নিয়ন্ত্রণে একটি কমিটি গঠন করা, যার বেশিরভাগ সদস্য গাজার বাইরের নাগরিক হবে। হামাস বর্তমানে গাজা শাসন করছে, তবে ফিলিস্তিন অথরিটি গাজা নিয়ে নতুন পরিকল্পনা করছে।

এছাড়াও, যদি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস পদত্যাগ বা মৃত্যুবরণ করেন, হুসেইন আল-শেখের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই গাজা নিয়ন্ত্রণের পরিকল্পনা বাস্তবায়নের জন্য কাজ করছেন।

এদিকে, ফিলিস্তিনের উপপ্রধানমন্ত্রী জিয়াদ আবু আমরকে গাজার শাসক বানানোর পরিকল্পনা রয়েছে ফিলিস্তিন অথরিটির। ১৯৫০ সালে গাজায় জন্ম নেওয়া আবু আমর যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক, এবং তার কাছে রয়েছে অনেক ক্ষমতা। তিনি গাজার শাসক কমিটির প্রধান হতে পারেন।

এই বৈঠকটির ব্যবস্থা করেছে সৌদি আরব, তবে সৌদি আরব আগে থেকেই এ পরিকল্পনার বিষয়ে অবগত ছিল না।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv