গণঅভ্যুত্থানে আহতদের অবস্থানে স্থবির মিরপুর সড়ক, দুর্ভোগ চরমে

আপলোড সময় : ০২-০২-২০২৫ ০২:৪৭:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০২-২০২৫ ০২:৪৭:৫৩ অপরাহ্ন
রাজধানীর শিশুমেলা সড়কে গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিরা সুচিকিৎসা ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে অবস্থান নিয়েছেন। এতে মিরপুর, ধানমন্ডি, ফার্মগেট ও আগারগাঁও সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে আহত ব্যক্তিরা শিশুমেলার সামনে তিন রাস্তার মোড়ে অবস্থান শুরু করেন। এর আগে, শনিবার রাত থেকেই তারা পঙ্গু হাসপাতালের সামনের রাস্তায় বিক্ষোভ করছিলেন।

সড়কে অবস্থান নেওয়া অনেকের হাত ও পায়ে ব্যান্ডেজ, কারও হাতে স্যালাইন, কেউবা ক্রাচে ভর দিয়ে দাঁড়িয়ে আছেন। তারা বিভিন্ন স্লোগান দিয়ে নিজেদের দাবি জানাচ্ছেন।

আহতরা অভিযোগ করেছেন, গণঅভ্যুত্থানের সময় তারা নিজেদের জীবন বিপন্ন করে আন্দোলন করেছিলেন, কিন্তু সরকার তাদের চিকিৎসা ও পুনর্বাসনের বিষয়ে যথাযথ পদক্ষেপ নেয়নি। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষক নেসার উদ্দীন বলেন, "আমরা হাসিনা সরকারকে বিদায় দিয়েছি, অথচ আজ নিজেদের ন্যায্য অধিকার আদায়ের জন্য রাজপথে নামতে হয়েছে।"

মো. হাফেজ নামের আরেক ভুক্তভোগী বলেন, "আমাদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে, গুরুতর অসুস্থদের বিদেশে পাঠানোর প্রয়োজন। সরকার আমাদের পুনর্বাসনের প্রতিশ্রুতি দিলেও কার্যকর ব্যবস্থা নেয়নি।"

আন্দোলনের কারণে শিশুমেলা থেকে আগারগাঁও লিংক রোড ও আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। মোহাম্মদপুর জোনের এসি পেট্রোল তারিকুল ইসলাম জানান, বিক্ষোভকারীদের অবস্থানের ফলে শ্যামলি, কল্যাণপুর ও আসাদ গেটের সড়কেও যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv