মহাসড়কে আলু ফেলে চাষিদের বিক্ষোভ

আপলোড সময় : ০২-০২-২০২৫ ০২:৫৫:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০২-২০২৫ ০২:৫৫:৪৭ অপরাহ্ন
রাজশাহী-নওগাঁ মহাসড়কের মোহনপুরে কোল্ড স্টোরেজের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আলুচাষিরা মহাসড়কে আলু ফেলে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।

রোববার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে মোহনপুর উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচিতে তানোর, পবা ও মোহনপুর উপজেলার চাষিরা অংশ নেন। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়েশা সিদ্দিকাকে স্মারকলিপি দেন।

কৃষকদের অভিযোগ, আগে প্রতি কেজি আলু সংরক্ষণের ভাড়া ছিল ৪ টাকা, যা সম্প্রতি দ্বিগুণ বৃদ্ধি করে ৮ টাকা করা হয়েছে। চাষিরা এই বাড়তি খরচ মেনে নিতে না পেরে আন্দোলনে নেমেছেন এবং ভাড়া কমানো না হলে মহাসড়ক অবরোধের হুমকি দিয়েছেন।

আলুচাষি মো. ইউনুচ আলী জানান, গত মৌসুমে হিমাগারে আলুর সংরক্ষণ ভাড়া ছিল প্রতি বস্তা (৬৫-৭০ কেজি) ২৫৫ টাকা। এবার তা বাড়িয়ে ২৮৫ টাকা নির্ধারণ করা হয়, পরে সেটি বাতিল করে নতুন করে প্রতি কেজি ৮ টাকা নির্ধারণ করেছে কোল্ড স্টোরেজ মালিকরা। এতে সংরক্ষণের খরচ দ্বিগুণ হয়ে গেছে।

তানোর উপজেলায় ৭০ শতাংশ জমিতে আলুর চাষ হয়, যা এলাকার অর্থনীতিতে বড় ভূমিকা রাখে। চাষিরা দাবি করছেন, আগের নির্ধারিত মূল্যে আলু সংরক্ষণের সুযোগ দিতে হবে, না হলে তারা কঠোর আন্দোলনে যাবেন।

এ বিষয়ে মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়েশা সিদ্দিকা জানান, চাষিরা তাদের দাবি তুলে ধরে স্মারকলিপি দিয়েছেন।

প্রসঙ্গত, রাজশাহী জেলায় বর্তমানে ৩৬টি কোল্ড স্টোরেজ রয়েছে। এর আগে জানুয়ারির প্রথম দিকে তানোর উপজেলাতেও একই দাবিতে চাষিরা বিক্ষোভ করেন।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv