এক যুগ পরে একই স্থানে বাবার মতো গেল ছেলেরও প্রাণ

আপলোড সময় : ০৩-০২-২০২৫ ১১:৫২:১০ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৩-০২-২০২৫ ১১:৫২:১০ পূর্বাহ্ন
যশোরের অভয়নগরে বিদ্যুতিক পাম্প চালু করতে গিয়ে সুজল সরকার (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মর্মান্তিক বিষয় হলো, প্রায় ১২ বছর আগে একই ঘেরে বিদ্যুতিক পাম্প চালাতে গিয়ে প্রাণ হারিয়েছিলেন তার বাবা উজ্জ্বল সরকার।

রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার হরিশপুর গ্রামে বোরো ধানের আবাদে সেচ দেওয়ার জন্য বিদ্যুতিক পাম্প চালু করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, জলাবদ্ধতার কারণে সুজল অন্যের সেচ পাম্প ব্যবহার করে নিজের জমিতে বোরো ধান আবাদ করেছিলেন। সম্প্রতি বাবার নামে থাকা পুরনো বৈদ্যুতিক সংযোগ আবার চালু করার অনুমতি পান তিনি। রোববার দুপুরে বন্ধু অনিক রায়কে পাম্প চালু করতে ডাকলেও অনিক পৌঁছানোর আগেই সুজল নিজেই সেটি চালুর চেষ্টা করেন।

দুপুর সাড়ে ১২টার দিকে অনিক ঘটনাস্থলে এসে দেখেন, সুজল বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে আছে। দ্রুত বিষয়টি স্থানীয় পল্লীবিদ্যুৎ অফিসে জানানো হলে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, ২০১৩ সালে একইভাবে বিদ্যুতায়িত হয়ে সুজলের বাবা উজ্জ্বল সরকারও মৃত্যু বরণ করেছিলেন।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমাদুল করিম জানিয়েছেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তবে পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv