ওমরাহ ভিসায় গিয়ে ‘ভিক্ষাবৃত্তি’, ১০ পাকিস্তানি গ্রেফতার

আপলোড সময় : ০৩-০২-২০২৫ ১২:০৪:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০২-২০২৫ ১২:০৪:১৭ অপরাহ্ন
ওমরাহ ভিসায় গিয়ে ভিক্ষাবৃত্তির অভিযোগে ১০ পাকিস্তানিকে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। দেশে ফেরার পরই তাদের গ্রেফতার করেছে পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)।

রোববার (২ ফেব্রুয়ারি) এ তথ্য জানায় আরব নিউজ। প্রতিবেদনে বলা হয়, বিদেশে গিয়ে ভিক্ষাবৃত্তিতে জড়িতরা প্রকৃত হজ ও ওমরাহ যাত্রীদের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করছেন বলে পাকিস্তান সরকার উদ্বিগ্ন।

সৌদি আরব ইতোমধ্যে একাধিকবার পাকিস্তানের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছে। ২০২৩ সালের নভেম্বরে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি ঘোষণা দেন, হজ বা ওমরাহ ভিসায় গিয়ে যারা ভিক্ষা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এফআইএ জানিয়েছে, করাচি বিমানবন্দরে পরিচালিত বিশেষ অভিযানে সৌদি ফেরত ওই ১০ জনকে গ্রেফতার করা হয়। তারা মূলত ওমরাহ পালনের নামে সেখানে ভিক্ষাবৃত্তিতে জড়িত ছিল।

গ্রেফতারকৃতরা পাকিস্তানের রাজানপুর, নওশাহরো ফিরোজ, কাশমোর, লাহোর, পেশোয়ার, মোহমান্দ ও লারকানার বাসিন্দা। তদন্তে জানা গেছে, তারা কয়েক মাস ধরে সৌদি আরবে ভিক্ষা করছিলেন।

তাদের আরও জিজ্ঞাসাবাদের জন্য করাচির মানব পাচারবিরোধী সার্কেলে হস্তান্তর করা হয়েছে।

এফআইএ জানিয়েছে, এখন থেকে পাকিস্তানের বিমানবন্দরগুলোর ইমিগ্রেশন কার্যক্রম আরও কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে। বিদেশগামী যাত্রীদের কড়া তল্লাশি করা হবে এবং যারা ভিক্ষাবৃত্তিতে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, সৌদি আরবে পাকিস্তানি প্রবাসী কমিউনিটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম, যেখানে প্রায় ২৫ লাখ পাকিস্তানি বসবাস করেন। দেশটির বৈদেশিক রেমিট্যান্সের অন্যতম প্রধান উৎসও এই অভিবাসীরা।


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv