ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে অ্যাস্টন ভিলায় যোগ দিলেন ইংলিশ তারকা মার্কাস রাশফোর্ড। মৌসুমের বাকি সময়ের জন্য ধারে ভিলায় খেলবেন তিনি, তবে পরবর্তীতে স্থায়ী চুক্তির সম্ভাবনাও রয়েছে।
রোববার (২ ফেব্রুয়ারি) অ্যাস্টন ভিলায় মেডিকেল পরীক্ষা দিয়েছেন রাশফোর্ড। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রান্সফার বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানো। খুব দ্রুত এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলেও জানা গেছে।
বয়সভিত্তিক ফুটবল থেকেই ম্যানচেস্টার ইউনাইটেডে বেড়ে ওঠা রাশফোর্ড ২০১৬ সালে ক্লাবের সিনিয়র দলে যোগ দেন। এরপর টানা ৯ বছর খেলেছেন রেড ডেভিলদের হয়ে। তবে সম্প্রতি অনিয়ন্ত্রিত জীবনযাপন এবং কোচ রুবেন আমোরিমের সঙ্গে বনিবনা না হওয়ায় মূল একাদশে সুযোগ পাচ্ছিলেন না তিনি।
গত ১২ ডিসেম্বর ইউনাইটেডের জার্সিতে শেষ ম্যাচ খেলেছেন রাশফোর্ড। এরপর প্রিমিয়ার লিগে ইউনাইটেডের ৮ ম্যাচের ৭টিতেই দলে ছিলেন না তিনি। বেঞ্চে থাকলেও মাঠে নামার সুযোগ পাননি নিউক্যাসলের বিপক্ষে ৩১ ডিসেম্বরের ম্যাচেও। নতুন ক্লাবে যাওয়ার সুযোগ খুঁজছিলেন রাশফোর্ড, অবশেষে সেই সুযোগ এনে দিল অ্যাস্টন ভিলা।
দুই ক্লাবের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে রোমানোর মতে, খুব দ্রুতই রাশফোর্ডের ধারে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হবে। মৌসুমের শেষ পর্যন্ত লোন চুক্তির পর সাড়ে তিন বছরের স্থায়ী চুক্তির সম্ভাবনাও রয়েছে এই ইংলিশ ফরোয়ার্ডের সামনে।
রোববার (২ ফেব্রুয়ারি) অ্যাস্টন ভিলায় মেডিকেল পরীক্ষা দিয়েছেন রাশফোর্ড। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রান্সফার বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানো। খুব দ্রুত এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলেও জানা গেছে।
বয়সভিত্তিক ফুটবল থেকেই ম্যানচেস্টার ইউনাইটেডে বেড়ে ওঠা রাশফোর্ড ২০১৬ সালে ক্লাবের সিনিয়র দলে যোগ দেন। এরপর টানা ৯ বছর খেলেছেন রেড ডেভিলদের হয়ে। তবে সম্প্রতি অনিয়ন্ত্রিত জীবনযাপন এবং কোচ রুবেন আমোরিমের সঙ্গে বনিবনা না হওয়ায় মূল একাদশে সুযোগ পাচ্ছিলেন না তিনি।
গত ১২ ডিসেম্বর ইউনাইটেডের জার্সিতে শেষ ম্যাচ খেলেছেন রাশফোর্ড। এরপর প্রিমিয়ার লিগে ইউনাইটেডের ৮ ম্যাচের ৭টিতেই দলে ছিলেন না তিনি। বেঞ্চে থাকলেও মাঠে নামার সুযোগ পাননি নিউক্যাসলের বিপক্ষে ৩১ ডিসেম্বরের ম্যাচেও। নতুন ক্লাবে যাওয়ার সুযোগ খুঁজছিলেন রাশফোর্ড, অবশেষে সেই সুযোগ এনে দিল অ্যাস্টন ভিলা।
দুই ক্লাবের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে রোমানোর মতে, খুব দ্রুতই রাশফোর্ডের ধারে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হবে। মৌসুমের শেষ পর্যন্ত লোন চুক্তির পর সাড়ে তিন বছরের স্থায়ী চুক্তির সম্ভাবনাও রয়েছে এই ইংলিশ ফরোয়ার্ডের সামনে।