‘জনগণের সাড়া না পেয়ে অনলাইনে হরতাল-অবরোধ করছে আওয়ামী লীগ’

আপলোড সময় : ০৩-০২-২০২৫ ০১:৫৪:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০২-২০২৫ ০১:৫৪:৪২ অপরাহ্ন
পুলিশের গুলি ও শটগানের ব্যবহারের ওপর চিরদিনের জন্য নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, শেখ হাসিনা তার 'বর্বর শাসন' ফিরে পেতে মরিয়া।

রিজভী অভিযোগ করেন, শেখ হাসিনা পার্শ্ববর্তী দেশের আশ্রয় নিয়ে তার কর্মীদের উস্কানিমূলক কাজ করার নির্দেশ দিচ্ছেন। জনগণের সমর্থন না পেয়ে আওয়ামী লীগ অনলাইনে হরতাল ও অবরোধ করছে, এমন মন্তব্যও করেন তিনি।

সোমবার (২ ফেব্রুয়ারি) মুন্সিগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতাদের সঙ্গে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে এ কথা জানান রিজভী।

তিনি আরও বলেন, শেখ হাসিনা অবাধ ও সুষ্ঠু নির্বাচন না করে বন্দুকের জোরে ক্ষমতায় বসেছেন। ভোটকেন্দ্রগুলো ফাঁকা রেখে রাতে ভোটগ্রহণ করেছিলেন। জনগণের এই দুঃসহ স্মৃতি যাতে পুনরাবৃত্তি না হয়, তা নিশ্চিত করতে হবে। এজন্য তিনি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নির্বাচনের রোডম্যাপ এবং ডেডলাইন দেয়ার আহ্বান জানান।

বিএনপি সংস্কারের বিপক্ষে নয়, বরং তারা সঠিক সংস্কারের পক্ষে। তিনি জানান, "বারবার আমরা বলেছি যে, কেমন সংস্কারের প্রয়োজন। সংস্কার করতে বেশিদিন সময় লাগে না, এটি একটি চলমান প্রক্রিয়া। নির্বাচন আটকে রাখার কোনো মানে নেই।"


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv