বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান তার ক্যারিয়ারে অনেকটাই সফল। তবে এক সময় একটি ঝগড়ার কারণে খবরের শিরোনামে উঠে এসেছিলেন তিনি। জানা যায়, ববি দেওলের স্ত্রী তানিয়া দেওলের সঙ্গে তার ঝগড়া এতটাই তীব্র হয়েছিল যে, তা হাতাহাতি পর্যন্ত গড়ায়। এই ঘটনা ঘটে ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা 'আজনবি'র শুটিং সেটে।
তানিয়া, যিনি প্রথমে বিপাশা বসুর পোশাক তৈরিতে সাহায্য করছিলেন, এক পর্যায়ে কারিনাকে একপাশে রেখে তার এই কাজে মনোযোগ দেন। এর ফলস্বরূপ, কারিনা ও তানিয়ার মধ্যে শুরু হয় তিক্ততা। পাশাপাশি, কারিনার মা ববিতা কাপুরও তানিয়ার আচরণ পছন্দ করেননি, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। অবশেষে তানিয়া রেগে গিয়ে কারিনাকে থাপ্পড় মারে।
এ বিষয়ে কারিনা এক সাক্ষাৎকারে বলেন, ‘তানিয়ার সঙ্গে সমস্যা হয়েছিল কারণ তিনি আমার মায়ের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন না, যা আমাকে কখনও ভালো লাগেনি। তবে ববির সঙ্গে আমার সম্পর্ক ভালোই রয়েছে।’
প্রসঙ্গত, ববি দেওলের ক্যারিয়ার শুরু হয়েছিল ১৯৯৫ সালে 'বরসাত' সিনেমার মাধ্যমে। সিনেমাটি সুপারহিট হওয়ায় দর্শকদের নজর কাড়েন তিনি। যদিও প্রথমে তিনি নীলম কোঠারির সঙ্গে প্রেম করেছিলেন, পরে তানিয়া আহুজার সঙ্গে সম্পর্ক গড়ে বিয়ে করেন। বর্তমানে তারা সুখী দাম্পত্যে আছেন।
তানিয়া, যিনি প্রথমে বিপাশা বসুর পোশাক তৈরিতে সাহায্য করছিলেন, এক পর্যায়ে কারিনাকে একপাশে রেখে তার এই কাজে মনোযোগ দেন। এর ফলস্বরূপ, কারিনা ও তানিয়ার মধ্যে শুরু হয় তিক্ততা। পাশাপাশি, কারিনার মা ববিতা কাপুরও তানিয়ার আচরণ পছন্দ করেননি, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। অবশেষে তানিয়া রেগে গিয়ে কারিনাকে থাপ্পড় মারে।
এ বিষয়ে কারিনা এক সাক্ষাৎকারে বলেন, ‘তানিয়ার সঙ্গে সমস্যা হয়েছিল কারণ তিনি আমার মায়ের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন না, যা আমাকে কখনও ভালো লাগেনি। তবে ববির সঙ্গে আমার সম্পর্ক ভালোই রয়েছে।’
প্রসঙ্গত, ববি দেওলের ক্যারিয়ার শুরু হয়েছিল ১৯৯৫ সালে 'বরসাত' সিনেমার মাধ্যমে। সিনেমাটি সুপারহিট হওয়ায় দর্শকদের নজর কাড়েন তিনি। যদিও প্রথমে তিনি নীলম কোঠারির সঙ্গে প্রেম করেছিলেন, পরে তানিয়া আহুজার সঙ্গে সম্পর্ক গড়ে বিয়ে করেন। বর্তমানে তারা সুখী দাম্পত্যে আছেন।