মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ তিতুমীরের শিক্ষার্থীদের

আপলোড সময় : ০৩-০২-২০২৫ ০৫:৪২:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০২-২০২৫ ০৫:৪২:২৮ অপরাহ্ন
সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে যান চলাচল ব্যাহত হয়েছে এবং ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা একটি ট্রেন আটকে গেছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, কমলাপুর থেকে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেস ট্রেনটি রেলগেটে পৌঁছানোর আগেই লাল পতাকা দেখিয়ে থামানো হয়। ট্রেনটির গতি ছিল আনুমানিক ৩০ কিলোমিটার, তবে দ্রুতগতিতে সেটি থামিয়ে দেন লোকোমাস্টার।

এর আগে, কলেজের মূল ফটকের সামনের অবরোধ থেকে মিছিল নিয়ে মহাখালী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান শিক্ষার্থীরা। আন্দোলনকে কেন্দ্র করে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। মহাখালী আমতলী মোড় ও রেলগেট এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।

প্রসঙ্গত, সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে বেশ কয়েক মাস ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। তাদের দাবির মধ্যে রয়েছে মিছিল, সড়ক-রেলপথ অবরোধ, স্মারকলিপি প্রদান, ক্লাস বর্জনসহ বিভিন্ন কর্মসূচি।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com