পরী মণির পোস্ট ঘিরে তর্ক-বিতর্ক

আপলোড সময় : ০৩-০২-২০২৫ ০৫:৪৯:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০২-২০২৫ ০৫:৪৯:০৮ অপরাহ্ন
অমর একুশে বইমেলা-২০২৫ শুরু হয়েছে চিরাচরিত উৎসবমুখর পরিবেশে। তবে এবারের মেলায় নতুন সংযোজন হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি স্টল, যা শুরু থেকেই আলোচনার জন্ম দিয়েছে। তবে বিতর্কের আসল সূত্রপাত হয় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিযুক্ত একটি ডাস্টবিন স্থাপনের মাধ্যমে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা ও বিতর্কের ঝড় তোলে।

এই বিতর্কে নতুন মাত্রা যোগ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি নিজের ফেসবুকে ডাস্টবিনের ছবি পোস্ট করেন, যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। যদিও পরে তিনি পোস্টটি মুছে ফেলেন, তবে ততক্ষণে দেশজুড়ে বিতর্ক তুঙ্গে পৌঁছে যায়।

এই বিতর্কের মধ্যেই মুখ খুললেন চিত্রনায়িকা পরী মণি। সরাসরি ডাস্টবিন ইস্যুতে মন্তব্য না করলেও, নিজের ফেসবুক পোস্টে লেখেন,
‘বইমেলার মতো এত সুন্দর আয়োজন নোংরা করতেছেন আপনারা কারা আসলে? আপনারাই এই দেশের গু-গোবর, ময়লা আবর্জনা।’

পরীর এই মন্তব্যের পরপরই নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই তাকে সাহসী বলে প্রশংসা করেছেন, আবার কেউ কেউ আওয়ামী লীগের পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগ তুলেছেন। এক নেটিজেন লিখেছেন, ‘পরী মণি ফিরে এসেছে আওয়ামী লীগ হয়ে।’

তবে পরী মণি এখনও পোস্ট সরিয়ে নেননি কিংবা কোনো ব্যাখ্যা দেননি। বিতর্কের আগুন কতদিন জ্বলবে, তা এখন সময়ই বলে দেবে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv