‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ঘোষণা ছাত্রদলের

আপলোড সময় : ০৪-০২-২০২৫ ১২:২১:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০২-২০২৫ ১২:২১:৫৫ অপরাহ্ন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-ছাত্রদল শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার ও দায়ীদের শাস্তির দাবিতে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ঘোষণা করেছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা করেন।

ছাত্রদলের বিজ্ঞপ্তিতে জানানো হয়, শেখ হাসিনার শাসনামলে ছাত্রলীগ কর্তৃক শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘটিত সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার নিশ্চিত করতে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এতে আরও বলা হয়, জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে যারা ফ্যাসিবাদের দোসর হিসেবে ভূমিকা পালন করেছে, তাদের বিরুদ্ধে তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণের দাবিতেও এ কর্মসূচি পালিত হবে। দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘মার্চ ফর জাস্টিস’ আয়োজনের পাশাপাশি প্রতিষ্ঠানের প্রধানের কাছে স্মারকলিপি প্রদান করা হবে।

নেতারা ছাত্রদলের সকল নেতাকর্মী ও সাধারণ ছাত্রসমাজকে কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv