রাজনৈতিক দলগুলো সাফল্য চাইলেও সরকার সফল হতে পারছে না: মান্না

আপলোড সময় : ০৪-০২-২০২৫ ০১:৩৩:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০২-২০২৫ ০১:৩৩:৪১ অপরাহ্ন
সরকারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার অভিযোগ তুলেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তার দাবি, সরকার ফ্যাসিবাদী আচরণ করলেও তাতে কোনো প্রতিকার হচ্ছে না।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবে ‘শাসন ব্যবস্থায় গুণগত পরিবর্তন ও নির্বাচন’ বিষয়ক এক আলোচনা সভায় এসব মন্তব্য করেন তিনি।

মান্না বলেন, ‘রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারের সাফল্য কামনা করে; কিন্তু সরকার সফল হতে পারছে না। জনগণের জীবনের বিনিময়ে অর্জিত এই বিজয় যেন কেউ হাইজ্যাক না করে, সে বিষয়ে সজাগ থাকতে হবে।’

তিনি আরও অভিযোগ করেন, ‘শেখ হাসিনার দাপটে দেশ তছনছ হয়ে গেছে। এরপরও রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো পরিবর্তন আসছে না।’

বাংলাদেশের শাসন ব্যবস্থার সমালোচনা করে মান্না বলেন, ‘এখানে গুণগত মান কম, কিন্তু অমানবিকতা বেশি। দেশের শীর্ষ থেকে নিচ পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠিত না হলে শাসন ব্যবস্থায় গুণগত পরিবর্তন সম্ভব নয়।’

তিনি জোর দিয়ে বলেন, ‘দেশ পরিচালনায় গণতন্ত্রের বিকল্প নেই। তাই রাজনীতিতে সিভিল সোসাইটি ও সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়াতে হবে।’


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv