মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীনা পণ্যের ওপর ১০% শুল্ক আরোপের পাল্টা হিসেবে যুক্তরাষ্ট্রের একাধিক পণ্যে শুল্ক বসানোর ঘোষণা দিয়েছে চীন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) চীনের বাণিজ্য মন্ত্রণালয় এ সিদ্ধান্ত জানায়।
চীন সরকার কয়লা ও তরল প্রাকৃতিক গ্যাসের ওপর ১৫% এবং অপরিশোধিত তেল, কৃষি যন্ত্রপাতি ও গাড়ির ওপর ১০% শুল্ক আরোপ করবে। এক বিবৃতিতে বলা হয়, "যুক্তরাষ্ট্রের একতরফা শুল্ক বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম লঙ্ঘন করেছে এবং অর্থনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত করেছে।"
এদিকে, চীনের বাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানিয়েছে, তারা গুগলের বিরুদ্ধে আইন লঙ্ঘনের অভিযোগে তদন্ত শুরু করেছে।
প্রসঙ্গত, ট্রাম্পের আরোপিত শুল্ক মঙ্গলবার কার্যকর হওয়ার কথা, যদিও তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন।
চীন সরকার কয়লা ও তরল প্রাকৃতিক গ্যাসের ওপর ১৫% এবং অপরিশোধিত তেল, কৃষি যন্ত্রপাতি ও গাড়ির ওপর ১০% শুল্ক আরোপ করবে। এক বিবৃতিতে বলা হয়, "যুক্তরাষ্ট্রের একতরফা শুল্ক বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম লঙ্ঘন করেছে এবং অর্থনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত করেছে।"
এদিকে, চীনের বাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানিয়েছে, তারা গুগলের বিরুদ্ধে আইন লঙ্ঘনের অভিযোগে তদন্ত শুরু করেছে।
প্রসঙ্গত, ট্রাম্পের আরোপিত শুল্ক মঙ্গলবার কার্যকর হওয়ার কথা, যদিও তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন।