বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় ট্রেড ফ্যাসিলিটেশন রোডম্যাপ বাস্তবায়ন জরুরি। প্রতিযোগিতা বাড়িয়ে দক্ষতা অর্জনই একমাত্র বিকল্প।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ঢাকার বিয়াম ফাউন্ডেশনে ন্যাশনাল ট্রেড ফ্যাসিলিটেশন কমিটির (এনটিএফসি) ৮ম সভায় তিনি এসব কথা বলেন।
তিনি জানান, ২০২৬ সালে এলডিসি থেকে উত্তরণের পর রফতানির ওপর নানা বিধিনিষেধ আসবে, যা মোকাবিলায় সক্ষমতা বাড়ানো দরকার। ২০৩০ সাল পর্যন্ত সময় থাকলেও সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে কাজ করতে হবে।
আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বলেন, নির্ধারিত সময়সীমার মধ্যে কার্যক্রম বাস্তবায়ন ও ব্যবসা সহজিকরণ জরুরি।
ট্রেড ফ্যাসিলিটেশন অ্যাগ্রিমেন্টের আওতায় ২১টি ‘এ’ ক্যাটাগরির কার্যক্রম বাস্তবায়িত হয়েছে। ‘বি’ ক্যাটাগরির ১৮টি কার্যক্রম সম্পন্ন হয়েছে। ২০৩০ সালের মধ্যে ‘সি’ ক্যাটাগরির ১৫টি কার্যক্রম শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে ৫টি ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ঢাকার বিয়াম ফাউন্ডেশনে ন্যাশনাল ট্রেড ফ্যাসিলিটেশন কমিটির (এনটিএফসি) ৮ম সভায় তিনি এসব কথা বলেন।
তিনি জানান, ২০২৬ সালে এলডিসি থেকে উত্তরণের পর রফতানির ওপর নানা বিধিনিষেধ আসবে, যা মোকাবিলায় সক্ষমতা বাড়ানো দরকার। ২০৩০ সাল পর্যন্ত সময় থাকলেও সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে কাজ করতে হবে।
আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বলেন, নির্ধারিত সময়সীমার মধ্যে কার্যক্রম বাস্তবায়ন ও ব্যবসা সহজিকরণ জরুরি।
ট্রেড ফ্যাসিলিটেশন অ্যাগ্রিমেন্টের আওতায় ২১টি ‘এ’ ক্যাটাগরির কার্যক্রম বাস্তবায়িত হয়েছে। ‘বি’ ক্যাটাগরির ১৮টি কার্যক্রম সম্পন্ন হয়েছে। ২০৩০ সালের মধ্যে ‘সি’ ক্যাটাগরির ১৫টি কার্যক্রম শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে ৫টি ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে।