গাজীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ খাদে, নিহত ৩

আপলোড সময় : ০৫-০২-২০২৫ ১২:২২:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০২-২০২৫ ১২:২২:৪৯ অপরাহ্ন
গাজীপুরের কালীগঞ্জে শসা বোঝাই একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার নোয়াপাড়া মৈশাইর এলাকায় জয়দেবপুর-ইটাখোলা সড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। 
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সুশান্ত চন্দ্র সরকার জানান, নরসিংদী থেকে শসা বোঝাই করে একটি পিকআপ জয়দেবপুরের দিকে যাচ্ছিল।পথে কালীগঞ্জের নোয়াপাড়া মৈশাইর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।

তবে পিকআপের মালিক জানিয়েছেন, নিহতদের মধ্যে একজনের বাড়ি খুলনা, আর একজনের বাড়ি মাগুড়ায়। 


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv