নারায়ণগঞ্জে হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীর ৩ দিনের রিমান্ড

আপলোড সময় : ০৫-০২-২০২৫ ১২:৩৩:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০২-২০২৫ ১২:৩৩:০৩ অপরাহ্ন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পরিবহন শ্রমিক আশিক মিয়া হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. নূর মহসীনের আদালত এ আদেশ দেন। রিমান্ড শুনানি শেষে পাবলিক প্রসিকিউটর আইনজীবী আবুল কালাম আজাদ জাকির সাংবাদিকদের বলেন, পরিবহন শ্রমিক আশিক মিয়া হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার দেখানোসহ ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করলে বিজ্ঞ আদালত ৩ দিন রিমান্ড মঞ্জুর করেন। 


তিনি আরও বলেন, আমরা আশা করছি তাকে রিমান্ডে নেওয়ার পর মূল রহস্য উদঘাটন হবে। এর ঘটনার সঙ্গে কারা জড়িত সব কিছু বের হয়ে আসবে।এর আগে গত বছরের ২৪ আগস্ট নিহত আশিক মিয়ার মা কুলসুম বেগম বাদী হয়ে সোনারগাঁও থানা এ মামলা দায়ের করেন।
কুলসুম বেগম মামলায় উল্লেখ করেন, তার ছেলে কাঁচপুর বিসিক শিল্প নগরীর মক্কা ইন্ড্রাস্ট্রিজের কাজ করতেন। গত ৪ আগস্ট সাড়ে ৫টার দিকে আন্দোলন চলাকালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এক জোট হয়ে শটগান, পিস্তল ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুর কলাপট্টি এলাকায় হামলাকারীদের ছোঁড়া গুলিতে আশিক মিয়াসহ ১৫ জন আহত হন। পরদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আশিক মারা যান।এ ঘটনায় ১২২ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ৩শ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv